ডাবল রোলে সালমান খান, ভিডিও পোস্ট ইনস্টাগ্রামে

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন সালমান খান | সেই ভিডিওতে দেখা যাচ্ছে ডাবল রোলে সালমান খানকে | সেখানে এক সালমান খান আর সালমান খানকে বিয়ে নিয়ে প্রশ্ন করতেই, সালমান খান উত্তর দিচ্ছেন “আমি বিবাহিত” | ভিডিও নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে | অনুরাগীদের জল্পনায় একেবারে জল ঢেলে দিলেন তিনি | তবে এই ভিডিও নেপথ্যে যে গল্প রয়েছে তা স্পষ্ট করলেন তিনি |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *