প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় | মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর | তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগত |
জানা গিয়েছে বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা | সেখানে অসুস্থ হয়ে পড়েন তিনি | এরপর তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করা হয় | কিন্তু তিনি রাজি হননি | তিনি জানিয়েছিলেন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান | এরপর রাতে বাড়িতে চিকিৎসা শুরু হয় | কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না | মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়|
58 বছর বয়সেই না ফেরার দেশে চলে যান অভিনেতা | তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ টলিপাড়ায় | টুইটে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |