মালদাঃ-ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই দুষ্কৃতী কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি 8mm কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম হাবাস খানা এলাকা থেকে অভিযুক্ত ওই ছিনতাইবাজ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই ছিনতাইবাজের নাম আসমাউল শেখ তার বাড়ি কালিয়াচক থানার হারু খানা সর্দার পাড়া এলাকায়। বৃহস্পতিবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান বেশ কিছুদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই সময়ে অভিযুক্ত আসমাউল শেখ কে আমরা গ্রেপ্তার করতে পারেনি। এদিকে বুধবার রাতে পুলিশের কাছে একটি খবর আসে হাবাস খানা এলাকায় অভিযুক্ত আসমাউল শেখ ও তাঁর দলবল নিয়ে জ্বর হয়েছিল নতুন কোন এক ছিনতাইয়ের ঘটনা করার জন্য। পুলিশের কাছে খবর পাওয়া মাত্রই পুলিশের একটি টিম এলাকায় পৌঁছে যায় হাতেনাতে ধরে ফেলে অভিযুক্ত আসমাউল শেখ কে । তবে আসমাউল শেখ এর সঙ্গে আরো দুই তিন জন দুষ্কৃতীরা পুলিশকে দেখেই পুকুরে ঝাঁপ মেরে সাঁতার কেটে ওই পারে পালিয়ে যায়। ধৃত আসমাউল শেখ এর কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল আরেকটি 8mn কার্তুজ । ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পুলিশ পেশ করে।
Related Posts
আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
থেকে ৬ দিন বৃষ্টিপাত চলছে রাজ্যজুড়ে। হাওয়া অফিস সূত্রে খবর, জোড়া ঘূর্ণাবর্ত এবং মৌসুমি বায়ু, এই দুইয়ের প্রভাবে চলছে বৃষ্টিপাত।…
পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ
মালদা :- পারিবারিক বিবাদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ২নং ব্লকের…
চা বাগান খোলা থাকলেও বন্দ থাকলো হাটবাজার দোকানপাট, বন্ধে মিশ্র প্রভাব পড়লো জলপাইগুড়িতে
চা বাগান খোলা থাকলেও বন্দ থাকলো হাটবাজার দোকানপাট। বন্ধে মিশ্র প্রভাব পড়লো জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে বন্দ দোকানপাট। চলছে না বেসরকারি বাস।…