ভিকি কে জরিয়ে ধরলেন তার অনুরাগী

প্রিয় নায়ক বা নায়িকাকে ভালোবাসা পাঠানোর জন্য অনুরাগীরা অনেক কিছু করে থাকেন | তবে এবার প্রিয় নায়ক কে সামনে থেকে দেখে তাকে জড়িয়ে ধরলেন এক অনুরাগী |

ভিকি কৌশলের এই অনুরাগী নাম রিমঝিম | প্রিয় নায়ক ভিকি কে সামনে থেকে দেখার জন্য এক কৌশল নিলেন তিনি | যা শুনে হতবাক ভিকিও | সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে | যেখানে দেখা গিয়েছে মেকআপ- ভ্যান এর বাইরে বেরিয়ে এসে এক মহিলা অনুরাগী কে জড়িয়ে ধরেছেন ভিকি |

জানা গেছে ওই মহিলার নাম রিমঝিম | শুধুমাত্র ভিকির সঙ্গে দেখা করার জন্যই নাকি সে, সেই বিমানে উঠেছিলেন | এরপর ভিকিকে পিছু করে রীতিমতো শুটিং ফ্লোরে চলে আসেন সেই অনুরাগী | তারপর সুযোগ পেয়ে ভিকির সঙ্গে দেখা করে তাকে জড়িয়ে ধরেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *