এসএসকেএম হাসপাতালে গেলেন অসুস্থ তৃণমূল নেতা

এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল | আজ সিবিআই জিজ্ঞাসাবাদের পর হাসপাতলে চলে যান তিনি |

সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে প্রথমে গাড়িতে ওঠেন অনুব্রত মণ্ডল | কিন্তু বেশ কিছুটা বিধ্বস্ত অবস্থায় দেখা যায় তাকে | তিনি অবশ্যই সিবিআইকে জানিয়ে রেখেছিলেন আজ উনার রুটিন চেকআপ এর কথা | সেই মতই নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা এসএসকেএম হাসপাতালে যান তিনি |

চিকিৎসকের পরামর্শ মেনেই সময়মতো হাসপাতালে ইমারজেন্সি বিভাগে গেলেন অনুব্রত | প্রত্যক্ষদর্শীদের মতে তাকে দেখে যথেষ্ট অসুস্থ বলে মনে হচ্ছিল | প্রসঙ্গত, কারো সঙ্গে কথা বলেননি তিনি | সূত্রের খবর, তাকে
হাসপাতাল ভর্তি করে শারীরিক পরীক্ষা করা হয় | পাশাপাশি বিকেল পাঁচটা নাগাদ তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *