দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক চালক গুরুতর জখম আরও তিন জন। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে এশিয়ান হাইওয়ে-৪৮ এর উপড় গয়েরকাটা-ধুপগুড়ির মাঝে ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়।
এদিন রাত আনুমানিক রাত ১টা নাগাদ প্রচন্ড বৃষ্টির মাঝে গয়েরকাটার দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাঙ্কার ও ধূপগুড়ির দিক থেকে আসা একটি সর্ষে তেল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে লরিটি উল্টে নয়ানজুলিতে পরে যায়।
সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় ট্যাঙ্কারের চালক। গুরুতর আহত হয় তার সহকারী ও অন্যগাড়ির চালক ও সহকারী।
বিকট শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রত্যেককে উদ্ধার করে নিয়ে যায় ধুপগুড়ি থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা।সকাল হতেই ধূপগুড়ি থানার পুলিশের সামনেই দুর্ঘটনাগ্রস্ত সরষে তেলের লরি থেকে অবাধে চলল তেল লুট।