রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে এবার মুখ্যমন্ত্রী | সেই প্রক্রিয়ায় আরো এক ধাপ এগুলো রাজ্য সরকার | আজ অর্থাৎ সোমবার রাজ্য মন্ত্রিসভায় পাশ হলো এই প্রস্তাব |
আগামী 13 ই জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন | সেই অধিবেশনে বিলটি আনা হবে বলে জানা গিয়েছে | বিল পাস হলে তারপর তা রাজ্যপালের সইয়ের জন্য পাঠানো হবে | রাজ্যপালের সই হওয়ার পর বিলটি আইনে পরিণত হবে |
এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে নিয়ম রয়েছে তা বদলের সিদ্ধান্তে সীলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা | রাজ্যপালের বদলে ওই পদে উচ্চ শিক্ষামন্ত্রীকে বসানোর প্রস্তাব পাস করা হয়েছে |