বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার বিধানসভায় বক্তব্য রাখেন বাবুল সুপ্রিয় | এদিন বিধানসভায় কৃষি বিল নিয়ে বলতে ওঠেন বাবুল সুপ্রিয় |
সূত্রের খবর, বালিগঞ্জের বিধায়ক বলতে উঠলে “জয় শ্রীরাম” ধ্বনি দিতে থাকেন বিজেপি বিধায়কেরা | পাল্টা কটাক্ষের সুরে বলেন, “আমার বলা নিয়ে বিরোধীরাও এত উৎসাহিত দেখে ভালো লাগছে” | এরপরই বাবুল বিধায়কদের উদ্দেশ্যে বলেন, “বিরোধিতা করা ভালো কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয়” | তবে সকলের অনুরোধে এদিন রবীন্দ্র সংগীত গাইলেন বালিগঞ্জের বিধায়ক | এরপরে অভিনন্দন জানান শাসক দলের বিরোধীরা |