উত্তরবঙ্গে মালদা ও দুই দিনাজপুর ছাড়া বাকি পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে | ১৪ই জুলাই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে | এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস |
দুই বঙ্গে আজ থেকে কমবে বৃষ্টি। কাল থেকে উপকূলের জেলার তুলনামূলকভাবে বেশ কিছুটা বাড়তে পারে বৃষ্টি | আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির ঘাটতি | তবে কলকাতার চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে | আজ আংশিক মেঘলা থাকবে আকাশ এবং মাঝে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |