ফের শহরে এক মডেলের রহস্য মৃত্যু | পল্লবী, বিদিশার পর এবার রহস্য মৃত্যু পূজা সরকার নামে এক তরুণীর | বয়স মাত্র উনিশ বছর | তিনি গোবরডাঙ্গা হিন্দু কলেজের প্রথম বর্ষের ছাত্রী |
জানা গেছে তিনি বাঁশদ্রোণীতে বন্ধুর সঙ্গে থাকতেন। কয়েক মাস আগে এইচএস সরকার রোডে হিন্দু অ্যাপার্টমেন্টে একটি ঘর ভাড়া নেন পূজা | কিন্তু পরে জানা যায় তিনি বান্ধবীর সঙ্গে ফ্ল্যাটে থাকতেন |
সূত্রের খবর মৃতের বান্ধবী পুলিশকে জানিয়েছে, পূজা এবং তিনি রুবির কাছে একটি হোটেলে যান সেখানে খাওয়া-দাওয়া করতে | এরপর বাড়ি ফিরে এসে গভীর রাত পর্যন্ত দুজনে মিলে গল্প করেন । এরপরে পূজার বয়ফ্রেন্ড তাকে ফোন করে | এবং তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয় । এর পরে পূজা, ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় | তরুণীর রহস্য মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ |