পার্থ চট্টোপাধ্যায় দুদিনেরই হেফাজত দিল ব্যাঙ্কশাল আদালত | তাকে ১৮ দিনের জন্য হেফাজতের চেয়েছিল ইডি | কিন্তু তার বিরোধিতা করেন পার্থ বাবুর আইনজীবী |
আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি | কিন্তু মাত্র দুদিনের জন্য হেফাজতের অনুমতি দিয়েছে আদালত | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ১৪ জায়গায় তল্লাশি চালানো হয় | যার মধ্যে দুই জায়গায় সন্দেহজনক ছিল | এর মধ্যে একটি পার্থর বাড়ি অন্যটি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি । অর্পিতা মুখোপাধ্যায় বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ বেশ কিছু টাকা | দুজনের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছেন তারা |তবে আদালতে ইডি জানিয়েছে সিবিআই যে তদন্ত করছে তার সঙ্গে ইডির মামলা যোগ নেই |