অবশেষে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে | হাইকোর্টের নির্দেশের সোমবার সকালে ভুবেনেশ্বরের এমসে নিয়ে যাওয়া হয় তাকে |
এদিন সকাল আটটা নাগাদ বিমানে পার্থ চট্টোপাধ্যায় কে ভুবনেশ্বরের উদ্দেশ্যে নিয়ে যায় | প্রথমে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হয় দমদম বিমানবন্দরের দিকে | সেখান থেকে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি জানায় ভুবেনশ্বর তাদের পরিকাঠামো রয়েছে সেখানে তার চিকিৎসার পাশাপাশি জেরা করাও সম্ভব হবে | অ্যাম্বুলেন্স এর মধ্যে আইনজীবী, চিকিৎসা এবং ইডি আধিকারিকরা থাকেন | ইডির দাবি মেনে ভুবনেশ্বর এমস হাসপাতালে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের মেডিকেল পরীক্ষার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট | আদালতের নির্দেশ ভুবেনশ্বর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করতে হবে |