আজ অর্থাৎ বুধবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির জেরার দ্বিতীয় দিন | গতকাল ম্যারাথন জেরার পরও আজ ফের জেরা করা হবে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা কে |
প্রয়োজনে পার্থ এবং অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনাও রয়েছে | বর্তমানে সিজিও কমপ্লেক্সের কনফারেন্স রুমের অস্থায়ী লক আপে রয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় | সেই ঘরে রয়েছে একটি পাখা, বিছানা ও একটি কাঠের চেয়ার | শৌচালয়ের প্রয়োজন হলে নিতে হচ্ছে নিরাপত্তা রক্ষীদের সাহায্য ।
তবে গতকাল জিজ্ঞাসাবাদ পর্ব পর্বের বেশিরভাগ সময় টাই শুয়ে কাটিয়েছেন পার্থ বাবু | ওই একই ফ্লোরে ইডির স্থায়ী কমন লক আপে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায় |