পেট্রোলের সাথে কেরসিন মেসানোর অভিযোগে পেট্রোল পাম্প ভাংচুর। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের একটি নামী পেট্রলপাম্প বিরুদ্ধে ডিজেল ও পেট্রোলের মধ্যে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাছেন শতাধিক গাড়ি চালাচ্ছেন গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা। পেট্রোল পাম্পেই কেনা তেল ফেলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই ঘটনার প্রতিবাদে বালুরঘাট পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় পৌরসভার রাস্তার উপর অটো লাগিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে এনিয়ে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক অমিয় কুন্ডুর। পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে একই ঘটনা ঘটে বুনিয়াদপুরের একটি নামী পাম্পের বিরুদ্ধ সেখানেও একই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা।
Related Posts
আংশিক লকডাউন সফল করতে রথবাড়ি এলাকায় পুলিশের টহল
মালদা:- আংশিক লকডাউন সফল করতে মঙ্গলবার পৌনে এগারোটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় লাঠি উঁচিয়ে টহলদারি পুলিশের।জেলা প্রশাসনের পক্ষ থেকে…
রামকৃষ্ণ আশ্রমে চুরি যাওয়া একাধিক সামগ্রী উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ
বংশীহারী রামকৃষ্ণ আশ্রমে চুরি যাওয়া একাধিক সামগ্রী উদ্ধার করল বংশীহারী থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর গত 28 শে মার্চ বংশীহারী টাঙ্গন…
বাড়ছে ভ্যাপসা গরম, কমছে বৃষ্টি
কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় বাড়বে তাপমাত্রা | সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও | এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর | আজ সকাল…