পেট্রোলের সাথে কেরসিন মেসানোর অভিযোগে পেট্রোল পাম্প ভাংচুর। ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের একটি নামী পেট্রলপাম্প বিরুদ্ধে ডিজেল ও পেট্রোলের মধ্যে কেরোসিন মিশিয়ে বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাছেন শতাধিক গাড়ি চালাচ্ছেন গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা। পেট্রোল পাম্পেই কেনা তেল ফেলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এই ঘটনার প্রতিবাদে বালুরঘাট পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় পৌরসভার রাস্তার উপর অটো লাগিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। তাদের দাবি অবিলম্বে এনিয়ে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসনকে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিক অমিয় কুন্ডুর। পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। অন্যদিকে একই ঘটনা ঘটে বুনিয়াদপুরের একটি নামী পাম্পের বিরুদ্ধ সেখানেও একই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শতাধিক গাড়ির চালক থেকে উত্তেজিত জনতা।
Related Posts
বৃষ্টির অপেক্ষায় বঙ্গবাসী
রোদে ঘামে নাজেহাল বঙ্গবাসী | কবে মিলবে বৃষ্টির দেখা, সেই দিকে তাকিয়ে রয়েছে আপামর বঙ্গবাসী | তবে এবার বৃষ্টি নিয়ে…
ডুয়ার্সের চা-বাগানে ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ
ফের চা-বাগানে ধরা পরল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ডুয়ার্সের বিন্নাগুড়ি চা বাগানে বনদপ্তর পাতা খাঁচায় ধরা পড়ে পূর্ণ বয়স্ক পুরুষ চিতাবাঘ।বেশ কিছুদিন…
জলপাইগুড়ি করোনা সংক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ প্রশাসনের
সব জায়গায় করোনায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী। কিন্তু জলপাইগুড়ি শহরের করোনা আক্রান্তের সংখ্যা উর্দ্ধমূখী কেন? এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে…