মালদাঃ-হাতেগোনা কয়েকজনক নিয়ে প্রচারে বেরোচ্ছেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী কৌশিক মিশ্র। শনিবার সকালে লক্ষীপুর কলোনি কাজলদীঘি এলাকায় প্রচারে বের হন। তৃণমূল, বিজেপি রাজ্য তথা দেশের পক্ষে ক্ষতিকর। ওই দুই দলের বিরুদ্ধে তাদের প্রচার। পাশাপাশি করোনা সঙ্কটের সময়ে বামফ্রন্ট ঘোষণা মতো বড় বড় মিটিং, মিছিল বন্ধ রেখেছেন। পরিবর্তে ছোট করে প্রচার চালাচ্ছেন। সেখানে হাতে গোনা কয়েকজন কর্মি। প্রার্থী কৌশিক মিশ্র এদিন বলেন, ‘আমরা নির্বাচনী প্রচারের পাশাপাশি করোনা বিধিও মেনে চলার বার্তা দিচ্ছি। নির্বাচন যাবে, নির্বাচন আসবে। মানুষের জীবনের থেকে বড় কিছু আর নেই। তাই সেদিকে আগে খেয়াল রাখতে হবে মানুষকে।’
Related Posts
জাতীয় চ্যাম্পিয়নের পরিবারকে সাহায্য রাজ্য সরকারের
১৯ বছর বয়সী রিতিকা কর্মকার , জাতীয় স্তরে তিন বারের চ্যাম্পিয়ন রাইফেল শুটার । বর্তমানে অসুস্থ অবস্থায় টাটা মেমোরিয়ালে চিকিৎসাধীন।আজ…
একটি পায়রা কে কেন্দ্র করে দুই বাড়ির সংঘর্ষে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে
একটি পায়রা কে কেন্দ্র করে দুই বাড়ির সংঘর্ষে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে| একটি পায়রা পোসা কে কেন্দ্র করে দুই বাড়ির সংঘর্ষে…
সরকারি হাসপাতালে রেফার্ড নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর
জেলা হাসপাতালগুলো থেকে অহেতুক কোন রোগীকে রেফার করতে পারবেনা হাসপাতাল গুলি | রাজ্য সরকারি হাসপাতালে রেফার নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর…