মা হলেন সোনাম কাপুর | সোমবার সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ে সোনামের প্রথম সন্তানের ছবি | গত শনিবার পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী | সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে নিজেই সুখবর জানান তিনি | এই খবরে খুশির বন্যা নেমে আসে কাপুর পরিবারে | আনন্দে আত্মহারা হয়ে যান অনিল কাপুর |
সোনামকে দেখতে আসেন মা সুনিতা কাপুর | মায়ের কাছে ছেলেকে দেখাতে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী | এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি অভিনেত্রী | সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়া ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে কালো পুলওভারে | তাকে ধরে রয়েছে এক মহিলা | সামনে রয়েছে নবজাতক | সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতে, হাওয়ার গতিতে তা ভাইরাল হয়ে যায় | কাপুর পরিবারে নতুন সদস্য আশায় খুশির মেজাজে দাদু অনিল কাপুর |