মালদা: মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরো এক দুষ্কৃতী। এই যুবকই প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে স্বীকার করেছে পুলিশের কাছে। ধৃত সাহেব ঘোষ কালিয়াচক থানার শাহবাজপুর ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। ধৃত এই যুবক পুলিশের কাছে স্বীকার করেছে সে নিজেই বিজেপি প্রার্থী কে গুলি করেছিল এবং তাকে টাকার বিনিময়ে ভাড়া করেছিল বিকাশ হালদার নামে অপর দুষ্কৃতী। আগেই বিজেপি পঞ্চায়েত প্রধানের ভাইপো সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে সাহেব ঘোষের নাম। শনিবার রাতে কালিয়াচক এলাকায় মালদা থানা পুলিশ ও গোলাপগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহেব কে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গেছে এই সাহেব ঘোষের নামে ইংলিশবাজার থানার ডাকাতি মামলাতেও নাম রয়েছে। এই ঘটনার সাথে আরও কারা কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
Related Posts
রাতভর বুকে যন্ত্রণা, হাসপাতালে অনুব্রত মণ্ডল
বুধবার রাতভর বুকে যন্ত্রণা হয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের | এরপর বৃহস্পতিবার সকাল হতেই বাইপাস সংলগ্ন একটি বেসরকারি…
বঙ্গে ফের জাঁকিয়ে শীত
গত সপ্তাহে টানা বৃষ্টি থেকে রেহাই মিলছে চলতি সপ্তাহে | তবে আগামী পাঁচ দিনের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা নামতে…
বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা
আজও রাজ্যে বিভিন্ন প্রান্তের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস | সেইমতো আজ সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিতে ভেজে…