প্রায় এক বছর সমুদ্র ট্রায়াল শেষ করার পর আজ নৌবাহিনীতে যোগ দেবে বিক্রান্ত | প্রথমবার দেশে তৈরি হওয়া বিমানবাহি যুদ্ধজাহাজ বিক্রান্ত | আজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়া উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও |
৪৫ হাজার টন ওজনের এই যুদ্ধে জাহাজ বিক্রান্তের নির্মাণের ব্যয় হয়েছে কুড়ি হাজার কোটি টাকা | ২৬২ মিটার দীর্ঘ এবং ৬২ মিটার চওড়া ভারতে নির্মিত বৃহত্তম যুদ্ধজাহাজ বিক্রান্ত | এতে মিগ-২৯ কে ফাইটার জেট এবং হেলিকপ্টার সহ ৩০ টি বিমান থাকতে পারে |