দক্ষিণবঙ্গে কাল থেকে ফের বৃষ্টির পূর্বাভাস | আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হচ্ছে বজ্র বিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে | তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার অস্বস্তিকর গরম বাড়বে বলে মনে করা হয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে । বিকেলের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে | বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে শহরে । বৃষ্টির জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 95 শতাংশ |