ম্যারাথন জেরার পর নিজেকে নির্দোষ বলে জানালেন পার্থ

এসএসসি দুর্নীতি কাণ্ডে ম্যারাথন জেরার পর গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বর্তমানে তিনি সিবিআই হেফাজতে রয়েছেন | এবার সিবিআইয়ের জেরায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ফাইলের সই করার ব্যাপারে তিনি নির্ভর করেছিলেন আমলা- আধিকারিকদের উপর | ডিপার্টমেন্ট থেকে ফাইল আসতো তিনি শুধু সই করতেন | তার ক্ষমতা খুবই সীমিত ছিল |

তবে প্রশ্ন হচ্ছে, কাদের উপর আঙুল তুললেন পার্থ চট্টোপাধ্যায়? অন্যদিকে অর্পিতা জানিয়েছেন, তার বাড়ি থেকে পাওয়া টাকার ব্যাপারে কিছুই নাকি জানতেন না তিনি | প্রসঙ্গত গত 23 জুলাই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় কে | ওই দিনের সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে | এখনো পর্যন্ত চলছে তাদের জিজ্ঞাসাবাদ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *