পুজোর আগেই বর্ষা বিদায়ের পালা

অক্টোবরই রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা | পূজায় বৃষ্টি হবে কিনা তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসী | এবার আলিপুর আবহাওয়া দপ্তর জানালো, অক্টোবরে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা | তবে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে | পূজায় বৃষ্টি না হওয়ায় বিঘ্ন ঘটার কোন আশঙ্কা নেই |

অন্যদিকে গাঙ্গেও এলাকায় নিম্নচাপের জেরে উড়িষ্যা এবং ছত্রিশগড়ে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস | আজ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুরের দিকে বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা | তবে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার কোন পরিবর্তন হবে না বলেই জানা গিয়েছে |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 28 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *