আজ থেকে শুরু হয়ে গেল মেট্রো ট্রায়াল রান | নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো পর্যন্ত পাঁচটি স্টেশনের মধ্যে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শুরু হয় ট্রায়াল রান | মেট্রো তরফ থেকে জানানো হয়েছে, নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে রয়েছে পাঁচটি স্টেশন |
গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার পরীক্ষামূলক মেট্রো চালানোর জন্য, জোকা থেকে তারাতলা পর্যন্ত কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া দুটি নন এসি রেক আনা হয় | দুটি প্রান্তিক স্টেশনের দূরত্ব ৬ কিমি | এই রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই | কারশেডের কাজ এখন অনেকটাই এগিয়েছে |