হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত কলকাতা এবং আশপাশের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর | সোমবার সকালে আগামী পাঁচ দিনের আবহাওয়ার একটি পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস | তাতে জানানো হয়েছে পঞ্চমী পর্যন্ত কলকাতার আকাশ পরিষ্কার থাকবে | দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই |
আজ সকাল থেকে আকাশে রোদের দেখা গেলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের দেখা মিলেছে | দিনের বিভিন্ন সময়ে ঝাকে ঝাকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা | হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে | পুজোর আগে চলতি সপ্তাহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে |
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 29 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |