আজ মহাসপ্তমী | জেলা বিভিন্ন ঘাটে নবপত্রিকা স্নানের পর ঘটপ্রতিষ্ঠা হবে | আজ এরই মধ্যে নবপত্রিকা স্নানের পর ঘট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে শুরু হল বেলুড় মঠের সপ্তমীর পূজা | রীতি মেনে কলা বউয়ের মাথার উপর ছাতা ধরে তাকে গঙ্গার ঘাটে নিয়ে যান মহারাজরা | এরপরে নতুন কাপড় পরিয়ে সেখান থেকে নিয়ে আসা হয় পূজা মন্ডপে | এরপরে শুরু হয় পুজো |
গত দু’বছর করোনার কারণে দুর্গাপূজার সময় বন্ধ রাখা হয়েছিল দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের প্রবেশদ্বার | কিন্তু এবছর দর্শনার্থীদের জন্য প্রবেশদ্বার অবাধ করা হয়েছে | ষষ্ঠীর সকাল থেকেই বেলুড়মঠে ভিড় জমাতে শুরু করেছেন অগণিত দর্শনার্থী | আজ সপ্তমীতেও বেলুড় মঠ চত্বরে রয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় |