সপ্তমীতেও বৃষ্টির পূর্বাভাস

গতকালকের পর ফের আজকেও বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর | পূর্ব মধ্য এবং পূর্ব সংলগ্ন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে জোড়া ঘূর্ণিবত | যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । এর ফলে কলকাতা, ২৪ পরগনা, দুই মেদনীপুর এবং হাওড়ায় আজ পূর্বাভাস | দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জানানো হাওয়া অফিস |

পুজোর আগে গুণাবর্তের পূর্বাভাস | সেই ঘূর্ণাবর্ত ঝরে পরিণত হতে পারে বলে জানায় আলিপুর আবহাওয়া দপ্তর | তবে পরিস্থিতির উপর নজর রাখছেন আবহাওয়াবিদরা | পুজোর আগে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা | দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হলেও বাড়বে তাপমাত্রা বজায় থাকবে অস্বস্তিকার গরম |

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *