মালদাঃ- জীবিত থাকলেও ভোটার তালিকায় তিনি মৃত।মানিকচক বিধান সভার একটি বুথে ভোট দিতে গিয়ে জানতে পারে তিনি মৃত,এমনই ঘটনার সম্মুখীন হতে হলো বছর পঞ্চাশের এক মহিলার। ভোট দিতে না পেরে বুথের মধ্যেই ঠায় হয়ে বসে রইল সত্যবালা মন্ডল নামে ওই মহিলা।ঘটনা মানিকচক বিধানসভার 112 নম্বর বুথের মানিকচক শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। ওই মহিলার অভিযোগ করে বলেন,আজ সকালে ভোট দিতে গিয়ে ভোট কর্মীরা বলেন আপনি ভোট দিতে পারবেন না আপনি মারা গিয়েছেন তানে সত্যবালা মন্ডল হতাস হয়ে পরে তিনি বলেন, মাস চারেক আগে তার বাবার মৃত্যু হয়েছে কিন্তু আমাকে ভোটার হিসেবে মৃত বলে দেখানো হয়েছে।স্থানীয় বিএলও ভুলবশত কারণে তালিকার মধ্যে বাবার বদলে তার নাম মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত প্রিসাইডিং অফিসার সহ বুথ আধিকারিকরা ওই মহিলাকে ভোট দিতে দিলেন না।
Related Posts
কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু এক যুবকের
গঙ্গারামপুর:কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর।ঘটনায় শোকের ছায়া পরিবার সহ এলাকাজুড়ে।মঙ্গলবার…
করোনা সংক্রামিত ব্যক্তি ও তার পরিবারের পাশে দাঁড়াতে অনন্য নজির গড়লো বালুরঘাটের এক কলেজ পড়ুয়া
করোনা সংক্রামিত ব্যক্তি ও তার পরিবারের পাশে দাঁড়াতে অনন্য নজির গড়লো বালুরঘাটের এক কলেজ পড়ুয়া। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অক্সিজেন…
গঙ্গারামপুরে প্রধানমন্ত্রী জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে
আগামী শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রাজনৈতিক জনসভায় অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদীর সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। এরই…