রাজনৈতিক সুপারিশ নয়, যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হবে চাকরি প্রার্থীরা

নিয়োগের দাবিতে পরপর দু’রাত আন্দোলনরত প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা | যার বিরোধিতা করে মামলাও দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে | এবার সেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু । তিনি আন্দোলনকারী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “মুখ্যমন্ত্রী চান সবার যোগ্যতা নেই রেখে চাকরি হোক | এখানে চাকরি দেয় পর্ষদ | একজন অসুস্থ হলেই কি তাকে চাকরি দেওয়া যায় | যোগ্য কিনা তা যাচাই এর জন্য ইন্টারভিউয়ে বসুন” |

প্রসঙ্গত জানা গেল সম্পূর্ণ মেধা তালিকা ও যোগ্যতার নিরিখেই নিযুক্ত হবেন চাকরিপ্রার্থীরা | কোন রাজনৈতিক সুপারিশ গ্রহণ করা হবে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *