এসকে মুভিজ এর প্রযোজনায় এবার বড় পর্দায় দুটি বাঁধছেন পরমরত চট্টোপাধ্যায় ও ইশা সাহা । এই প্রথমবার বড় পর্দায় একসাথে জুটি বাঁধছেন ইশা- পরামরত | অরিত্র সেনের পরিচালনায় তৈরি “ঘরে ফেরার গান” সিনেমায় দেখা যাবে এই জুটিকে |
জানা গিয়েছে, লন্ডন শহরের প্রেক্ষাপটে কাহিনী সাজিয়েছেন পরিচালক | ছবিতে তোড়ার ভূমিকায় অভিনয় করছেন ইশা সাহা । কলকাতার মেয়ে তোড়া বিয়ে করে ঋভু কে | বিয়ের পর লন্ডনে যেতে হয় | কিন্তু সংসারের শান্তি না থাকায়, সেখানে দেখা হয় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে | এবং তারপর তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয় | এই নিয়েই ছবিটি তুলে ধরেছেন পরিচালক অরিত্র | ছবির সংগীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন প্রবন্ধ বন্দোপাধ্যায় |