বাংলাদেশের দিকে ঘুরে গেল ঘূর্ণিঝড় সিতরাং

বাংলাদেশে বরিশালের কাছে তিনকোনা ও সন্দীপ আইল্যান্ডের মাঝে ল্যান্ডফল হয়েছে ঘূর্ণিঝড় সিতরাং | তবে ল্যান্ডফল হওয়ার পর এই ঘূর্ণিঝড় আগের থেকে অনেকটাই শক্তি হারিয়েছে । সাইক্লোন থেকে শক্তি কমে নিম্নচাপে পরিণত হয়েছে | জানা গিয়েছে, আরো উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে আরো দুর্বল হবে এই নিম্নচাপ । মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে | দুপুরের পর থেকে সমুদ্রের প্রভাব কমবে বলে জানানো হয়েছে ।

আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *