কলকাতায় গত ১০ বছরে এত নিচে নামেনি অক্টোবর মাসের পারদ | ১০ বছরের শীতলতম অক্টোবর এই বছর দেখলে কলকাতা | রাতের তাপমাত্রা ৪ ডিগ্রি কমেছে কলকাতায় | সকাল সন্ধে জেলায় শীতের আমেজ দেখা গিয়েছে | জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি দিনভর শীতের আমেজ থাকবে জেলাতে | উত্তরে হওয়ার প্রভাব ক্রমশ বাড়বে বাংলায় |
আজ সকাল থেকেই আকাশ পরিষ্কার | নেই বৃষ্টির সম্ভাবনা | বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপমাত্রা | তবে শীতের আগে আপাতত ঘূর্ণিঝড়ের কোন সম্ভাবনা নেই ।
আজ কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন 27 ডিগ্রী সেলসিয়াস | সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রী সেলসিয়াস | বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ 91 শতাংশ |