আদালতের ছাড়পত্র মিলতেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় গতি আনল রাজ্য। উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীর মেধা তালিকা প্রকাশ করল এসএসসি। কমিশনের ঘোষণা অনুযায়ী, শূন্যপদের সংখ্যা ১৪,৩৩৯। তবে আদালতের নির্দেশ অনুসারে, এদিন ১৪ হাজার ৫২ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা প্রকাশ হওয়ায় প্রায় ৯ বছরের অপেক্ষার অবসান হল। সূত্রের খবর, পুজোর আগেই এই তালিকা ধরে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে।
চলতি বছরের ২৮ আগস্ট কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় ১৪ হাজার ৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে। ফলে দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর ১৪,০৫২ শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করে এসএসসি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসেন চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য ছিল, কলকাতা হাই কোর্টের নির্দেশ নিয়োগ সংক্রান্ত সংরক্ষণ নীতির বিরোধী। কয়েকজনের তরফে আদালতে এমন দাবিও করা হয় যে কাট অফ মার্কসের থেকে বেশি নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি তাঁরা।