নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শীতের দাপট দেখা যাচ্ছে বঙ্গে। পশ্চিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করেছে। এবার কলকাতাতেও নামল তাপমাত্রার পারদ। এবারের শীতের মরশুমে আজ, বৃহস্পতিবার কলকাতার শীতলতম দিন। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিলাস। স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা নামল তিন ডিগ্রি নিচে। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে নেমেছে ২.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন বঙ্গে পারদের পতন দেখা যাবে। এমনই মনে করছে হাওয়া অফিস |
এবার নভেম্বরের শুরুতেই হিমেল হাওয়ার পরশ অনুভূত হতে শুরু করে বাংলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ নামতে থাকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন পারদের পতন শুরু হয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একইভাবে কলকাতা ও আশপাশের জেলাগুলিতেও রাত বাড়লে ঠান্ডার অনুভব হতে থাকে। গত কয়েক দিন ধরেই রাত বাড়লে ঠান্ডার অনুভব বাড়ছিল। ভোরের দিকেও যথেষ্ঠ ঠান্ডা হাওয়া বইছে। কুয়াশাও দেখতে পাওয়া যাচ্ছে সকালে। হাওয়া অফিস জানিয়েছিল, আগামী কয়েক দিনেই রাজ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা নামবে। তাহলে কি এবার নভেম্বরেই জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? ভেঙে দেবে গত কয়েক দশকের অতীতের শীতের রেকর্ড? সেই প্রশ্নও উঠতে শুরু করে।