বিশ্বের সিনেনির্মাতাদের জন্য বাংলার দরজা খুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

বলিউড কিংবা দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তুলনায় বাংলা পিছিয়ে কেন? একাধিকবার এই প্রশ্ন আলোচনা-সমালোচনার শিরোনামে উঠে এসেছে। বাজেটের সমস্যা কিংবা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে যে পরিমাণ বিপুল টাকা খরচ হয়, সেই টাকা টলিউডের ক্যাশবাক্সে না থাকার সমস্যাও উঠে এসেছে বারবার। এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনের অনুষ্ঠানে বিশ্বের সিনেনির্মাতাদের জন্য বাংলার দরজা খুলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বরাবর বাংলা সিনে ইন্ডাস্ট্রির পৃষ্ঠপোষকতা করেছেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধনের প্রস্তাব দিয়েছিলেন। এবার ৩১তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের অন্তিম লগ্নেও বিশ্বসিনেমার মানচিত্রে টলিউডের উজ্জ্বল মাইলফলক গড়ার জন্য বিদেশি পরিচালকদের বাংলায় এসে কাজ করার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সমাপ্তি অনুষ্ঠানে আন্তর্জাতিক সিনেআঙিনার তাবড় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সেখানেই ‘বসুধৈব কুটুম্বকম’-এর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আমাদের অতিথি বটে, তবে আমরা আপনাদের নিজের পরিবারের সদস্য বলেই মনে করি। আমরা ভাইবোন। আর এই গোটা বিশ্ব একটাই পরিবার। হয়তো আমরা ভিন্ন দেশের মানুষ। তবে বাংলা ‘বিবিধের মাঝে মিলন মহান’ মন্ত্রে বিশ্বাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *