রেলওয়ে সুরক্ষা প্রকল্পের আওতায় বাংলার তিনটি প্রকল্পের জন্য প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা অনুমোদন করল রেলওয়ে বোর্ড। দক্ষিণ-পূর্ব জোনের অধীনে এই তিনটি প্রকল্পে উপকৃত হবেন পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের সাধারণ মানুষ।
রেল সূত্রে জানা গিয়েছে, বালিচক-রাখামানইস সেকশনে সেফটি ফেন্সিং করার জন্য বরাদ্দ হয়েছে ১৪১৪ কোটি ৯০ লক্ষ টাকা। একইভাবে হাওড়া-দুনিয়া রেল সেকশনে সেফটি ফেনসিং এবং সাবওয়ে তৈরি করার জন্য বরাদ্দ করা হয়েছে ১,০৩৬ কোটি ২০ লক্ষ টাকা। খড়গপুর-ভদ্রক রেল সেকশনের নিরাপত্তা মজবুত করার জন্য বরাদ্দ হয়েছে ২,০২১ কোটি ২০ লক্ষ টাকা। নিরাপদ এবং নিরবচ্ছিন্ন ট্রেন চলাচল নিশ্চিত করার জন্যই এই সেফটি ফেন্সিংগুলি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। পাশাপাশি এর ফলে রেল লাইনের উপরে গবাদি পশু চরানো এবং বন্য প্রাণী যাতায়াতও নিয়ন্ত্রণ করা যাবে।