আত্মনির্ভর ভারত ও স্বদেশি আন্দোলনের ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষা মন্ত্রকের সমস্ত আধিকারিক ও কর্মীদের এখন থেকে সমস্ত সরকারি নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন তৈরির কাজে ‘জোহো অফিস সুইট’ ব্যবহার করতে হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জোহোর দেশীয় প্রযুক্তি নির্ভর প্রোডাক্টিভিটি টুলস গ্রহণের মাধ্যমে আমরা ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার পথে এক সাহসী পদক্ষেপ নিচ্ছি। এর ফলে স্বদেশি উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, নিরাপদ থাকবে সরকারি তথ্য, আর দেশ আরও এক ধাপ এগোবে আত্মনির্ভর ভবিষ্যতের দিকে।” শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদেশি সফটওয়্যারের উপর নির্ভরশীলতা কমাতে এবং ভারতীয় ডিজিটাল পণ্যের ব্যবহার ও বিকাশ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ভারত আত্মনির্ভর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।