আবারও বদল আনা হল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো রুটের সময়সূচিতে। বুধবার মেট্রোর তরফে জানানো হয়েছে, বিপুল ভিড় সামাল দিতেই এই পরিবর্তন।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ব্যস্ত সময়ে (সকাল ৯টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা) ১২ মিনিটের ব্যবধানে পরিষেবা দেওয়া হচ্ছিল । এখন থেকে সেই সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ব্যস্ত সময় হিসাবে ধরা হচ্ছে। এই সময় ১২ মিনিট অন্তর মেট্রো চালানো হবে। সন্ধেয় আবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। বাকি গোটা দিন দু’টি মেট্রোর মাঝে সময়ের ব্যবধান থাকবে ২০ মিনিট। পুজোর আগে প্রচুর মানুষ শহরে আসেন কেনাকাটা করতে।