দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা

গত কয়েকদিন মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টিতে ভাসছে বাংলা। কবে বদলাবে আবহাওয়া, সেই প্রশ্নই ঘুরছে সকলের মনে। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহভর উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখা আপাতত বাংলায়। এই অক্ষরেখা গঙ্গানগর রোহতক, আসানসোল ও কাঁথির উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রাজ্য়জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে। আবারও নিম্নচাপ! বৃহস্পতিবার তৈরি হতে পারে নিম্নচাপ। বাংলা ও ঝাড়খণ্ড সীমানা এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। শুক্রবার প্রবল বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে। প্রভাব পড়তে পারে বাংলায় | বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহ জুড়েই উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গেও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *