শোভন-রত্নার ম‌্যাচ’ আপাতত ড্র

‘শোভন-রত্নার ম‌্যাচ’ আপাতত ড্র। আলিপুর আদালতের রায়ের জেরে একদিকে শোভন যেমন বিবাহবিচ্ছিন্ন হলেন না। অন‌্যদিকে আবার রত্নাও তাঁর স্বামীর সঙ্গে একত্রবাসের সুযোগ পেলেন না। তবে শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে। উলটোদিকে প্রাক্তন মহানাগরিক শোভনের জীবনেও চলতি স্থিতাবস্থা বজায় রইল। তিনি যেমন ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের বহুতল আবাসনে থাকেন, তেমনই থাকতে পারবেন। গোলপার্কের আবাসনে বৈশাখীর সঙ্গে যেখানে তিনি থাকছেন সেখানে যে কোনও পরিবর্তন হচ্ছে না তা এদিন রায়ের পরেও স্পষ্ট করেছেন শোভন। বলেছেন, ‘‘বৈশাখীর সঙ্গে যে সম্পর্কে ছিলাম, সেই সম্পর্কেই থাকব। বৈশাখীর আর আমার সম্পর্ক হল হৃদয়ের সম্পর্ক। আমরা একসঙ্গেই রয়েছি, একসঙ্গেই থাকব। এই সম্পর্কের উপরে কোনও আঘাত আমি আসতে দেব না।’’

২০১৭ সালে স্ত্রী রত্না চট্টোপাধ‌্যায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে নিষ্ঠুর আচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগও তুলে আদালতে আবেদন জানান তিনি। শুনানিতে সওয়াল-পালটা সওয়ালের জেরে হাই কোর্ট পর্যন্ত গিয়েছিল সেই মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *