অ্যাথলিট কিংবা রাজনৈতিক ব্যক্তিত্বদের নতুন মাইলস্টোন ছোঁয়া মানেই, সিনেপর্দায় তাঁদের সাফল্যের গাঁথা তুলে ধরার হুড়োহুড়ি পড়ে যায়। এবার অলিম্পিকে দুই পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ারের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁদের বায়োপিক হলে, তাঁরা কাকে দেখতে চাইবেন? নীরজ চোপড়া জানালেন, আর্শাদ নাদিমের বায়োপিক হলে অমিতাভ বচ্চন সেই ভূমিকায় অভিনয় করুন। আর নাদিম চাইলেন, পর্দায় শাহরুখ খান হয়ে উঠুন নীরজ চোপড়া।
অলিম্পিকে রেকর্ড গড়ে সোনা জিতেছেন আর্শাদ নাদিম। প্রথম পাকিস্তানি অ্যাথলিট হিসেবে অলিম্পিক থেকে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক এসেছে তাঁর ঝুলিতে। আর্শাদের পিছনে রুপো নিয়েই থামতে হয়েছে ভারতের নীরজ চোপড়াকে। তবে কাটাতার আর সীমান্তের সংকীর্ণ বিভাজন পেরিয়ে তাঁরা যেন একে অপরের বন্ধু। তাই পদক জিতেই দুই খেলোয়াড় একে অপরের বায়োপিক নিয়ে বিশেষ আবদার করে বসলেন।