বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টি হবে বাংলায়। তবে এই মুহুর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, এমনটাই জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে।
মঙ্গলবার কলকাতাতেও দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা। চার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। আজও সকালের দিকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, বাংলা ও ওড়িশায়। গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত। মধ্যপ্রদেশ ও রাজস্থান সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও সরে রাজস্থান হয়ে গুজরাত পৌঁছবে। সেখানে শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সৌরাষ্ট্র ও কচ্ছে পৌঁছবে নিম্নচাপটি।