মালদাঃ-রাজ্যে জুরে জারি করা হয়েছে, আংশিক লক ডাউন যে ভাবে করোনা ভাইরাস সংক্রমণের বেরেই চলছে সেদিকে নজড় রেখে আংশিক লক ডাউন ঘোষণা করা হয়,করোনা প্রোকব রুখতে একাধিক ক্ষেত্রে বিধি নিষেধ করা হয়েছে নবান্ন তরফে আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি জারি করা হয় তার পরেও মালদা জেলা প্রশাসন হবিবপুর ব্লক পুলিশ প্রশাসন পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আংশিক লকডাউনের নির্দেশিকা মাইকিং র প্রচার করা হয় ইতিমধ্যে নিয়ম অনুযায়ী কোন সময় বাজার ও দোকান খোলা থাকবে তার সময় সিমা জানানো হয়, সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত ও দুপুর তিনটে থেকে পাঁচ টা পর্যন্ত। কিন্তু সরকারি নির্দেশিকা নামেই হবিবপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় দোকান বাজার খোলা থাকায় সোমবার সকাল থেকে বুলবুলচন্ডী ও আইহো বাজার সহ বিভিন্ন এলাকায় হবিবপুর থানার পুলিশ অভিযান চালায় বাজার গুলিতে পুলিশের তরফে আবারো বলা হয় মাস্ক পরে ও নিধারিত টাইম মেনে দোকান খোলার জন্য টাইম পার হলে হবিবপুর থানার পক্ষ থেকে সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
Related Posts
হাটের মাঝে ষাঁড়ের গুতো, আহত কমপক্ষে তিন
হাটের মাঝে ষাঁড়ের গুতো। আহত কমপক্ষে তিন।ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি শহরের সুপার মার্কেট এলাকায়। শনিবার সাপ্তাহিক হাটে লোকজন বেশি থাকায় মুহুর্তে…
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সমসেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সমসেরগঞ্জের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মণ্টু। সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির…
মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফিরিয়ে দিলেন গঙ্গারামপুর থানা পুলিশ
বাড়ি থেকে বের হয়ে আসা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে পুনরায় পরিবারের হাতে তুলে দিলেন পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার…