প্রবল বৃষ্টিতে ধ্বস নামলো সিকিমে | ভয়াবহ বিপর্যয় অবস্থা সিকিম | এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতদের সংখ্যা ১০ | পাশাপাশি নিখোঁজ ৮২ জন জওয়ান | আটকে পড়েছে বহু পর্যটক | তবে নিখোঁজ জওয়ানদের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছে, বলে জানা যাচ্ছে । ভয়াবহ এই বিপর্যয় ভেঙে পড়েছে ১৪ টি সেতু |
প্রসঙ্গত এই ঘটনা সূত্রপাত ভোররাত থেকে | জলে স্রোতে ভেসে গিয়েছে সিকিমের চুনথাং বাঁধের একাংশ | প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা | বন্যার জলে প্লাবিত তিস্তা নদী | যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ ।