সম্প্রতি মুক্তি পেয়েছে শাহরুখ খানের জওয়ান | সেই ছবিতে উঠে এসেছে এমন অনেক ঘটনা যা অস্বস্তি দিতে পারে কেন্দ্রীয় সরকারকে | এমনকি সেই ছবিতে সাধারণ মানুষকে ভোট প্রদানের অধিকার নিয়েও বিশেষ বার্তা দেন শাহরুখ খান |
অন্যদিকে, দিল্লিতে জি-টোয়েন্টি সম্মেলনে রবিবার দ্বিতীয় ও শেষ দিন | তৃতীয় পর্যায়ের আলোচনা হয় আজ ওয়ান ফিচার নিয়ে | সেখানে গান্ধীজীর প্রিয় ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন শিল্পীরা | এরপর ভারত মণ্ডপমে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় । তবে এদিন সম্মেলনের শেষে সোশ্যাল মিডিয়া নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন শাহরুখ খান |