রাজ্য সরকারের আদেশ অনুযায়ী আংশিক লকডাউনে চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে মুর্শিদাবাদ ফরাক্কার ফল ব্যবসায়িকদের, ফল ব্যবসায়িকদের বক্তব্য রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আংশিক লকডাউনে যে সময়টা ঘোষণা করেছে সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং বেলা ৩টা থেকে ৫টা প্রজন্ত তাতে সেই সময়টাই আমাদের দোকান খুলতে এবং বন্ধ করতে প্রায় সময় চলে যাচ্ছে, তার ফলে ভালে ভাবে ফল বিক্রি করতে পারছি না, ফলে কিছু ফল নষ্ট হয়ে যাচ্ছে এবং ক্ষতির মুখে পড়তে হচ্ছে ।
ফল ব্যবসায়িকদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে আবেদন করোনা ভাইরাস সংক্রম যেই ভাবে রাজ্যের বেড়ে চলেছে তাতে এই লকডাউন প্রয়োজন, তাই এই আংশিক লকডাউন সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং বেলা ৩টা থেকে ৫টা প্রজন্ত না করে যদি টানা আংশিক লকডাউন করা হয় তাতে আমরা ফল ব্যবসায়িকরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা থাকবো ।