আসলে মঙ্গলবার ভোটগণনার দিনই ঘাটালে তৃণমূল-বিজেপি সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। তাতে আহত হয়েছেন দুই শিবিরের কর্মী-সমর্থকই। এদিন সেই আহত বিজেপি কর্মীদেরই হাসপাতালে দেখতে গিয়েছিলেন হিরণ। তাঁদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন পরাজিত পদ্মপ্রার্থী। তাঁদের উদ্দেশে বলেন, “ভোটের হার-জিত আছেই। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন। কিছু হবে না। কেন্দ্রীয় বাহিনী রয়েছে। আমিও সবসময়ে আপনাদের পাশে আছি। আপনারাও কর্মী, আমিও কর্মী।”
প্রসঙ্গত, প্রত্যাশা যা ছিল তাই হয়েছে। ঘাটালে হ্যাটট্রিক করলেন দেব (Dev)। গেরুয়া শিবিরের প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ভোটে হারিয়ে বিপুল জয় পেয়েছেন টলিউডের সুপারস্টার। তবে পরাস্ত হওয়ার পরও কিন্তু ময়দান ছেড়ে চলে যাননি হিরণ। বরং দলের কর্মী-সমর্থকদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।