বৃহস্পতিবার বর্ধমান যাওয়ার পথে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অল্পের জন্য ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পান তিনি। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দাঁতনপুর বলে একটি জায়গায় ঘটে দুর্ঘটনা।
জানা যায়, বর্ধমান যাওয়ার পথে হঠাৎই একটি লরি সৌরভের কনভয়ের পাশেই একটি লরি এসে লরি চেপে দেওয়ার কারণে দুর্ঘটনা হয় বলে জানান সৌরভের সঙ্গে থাকা লোকজন। সৌরভের পিছনে থাকা গাড়িটিও সৌরভের গাড়িতে ধাক্কা মারে। যদিও দুর্ঘটনায় কেউ আহত হননি। তবে দুর্ঘটনার কারণে সৌরভের কনভয়ে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে ঘটনাস্থলে থাকা ব্য়ক্তিদের মন্তব্য, সৌরভের রেঞ্জ রোভার গাড়িটি থাকার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। একইসঙ্গে ড্রাইভার সঠিক সময়ে ব্রেক কষায় অল্পের উপর দিয়ে যায় বিপদ।