আজ মঙ্গলবার প্রাক বর্ষার বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বুধ-বৃহষ্পতিবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আগামী তিন দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। ৩১ মে থেকে ইসলামপুরে আটকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। মৌসুমী বায়ু এবার গতি পাবে উত্তরবঙ্গের বাকি এলাকা ও দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ২০ জুন বৃহস্পতিবার পর্যন্ত, তারপর ভারী বৃষ্টির সম্ভাবনা।
বর্ষা দোড়গোড়ায় হলেও দক্ষিণবঙ্গে নিস্তার নেই অসহ্য গরমের অস্বস্তি থেকে৷ শুধু গরমই নয়৷ জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা | জ্যৈষ্ঠের শেষবেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়৷ উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অসহ্য গরমের সঙ্গী অস্বস্তিকর আর্দ্রতা৷
শুধুমাত্র পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 39 থেকে 91 শতাংশ।