সঞ্জয় লীলা বনশালির ‘হিরামান্ডি’-তে দুর্ধর্ষ অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তাহা শাহ বদুশা। আর তাঁর অভিনয়ে মুগ্ধ ভক্তরাও। যদিও বি-টাউনে তাহার এই সাফল্যের সফরটা একেবারেই মসৃণ ছিল না। বেশ কয়েক বছর ধরেই বাণিজ্যনগরীতে পায়ের তলার জমি পাকা করার জন্য লড়াই চালিয়েছেন অভিনেতা।
যশরাজ ফিল্মসের ‘লভ কা দ্য এন্ড’ ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে ডেবিউ করেছিলেন তাহা। আর যেহেতু তিনি কোনও স্টার কিড কিংবা তারকা পরিবারের সন্তান নন, সেই কারণে লড়াইটাও করতে হয়েছিল প্রচুর। তাহা জানান, হিরামান্ডিতে তাঁর অভিনয়ের পর থেকে তিনি প্রচুর মেসেজ পাচ্ছেন। অনেকেই জানাচ্ছেন যে, ইন্ডাস্ট্রিতে তাঁর টিকে থাকার লড়াই সুশান্ত সিং রাজপুতের কথা মনে করিয়ে দিচ্ছে।