উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে বেশ ঠান্ডার আমেজ টের পাওয়া যাচ্ছিল। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন হচ্ছিল হু হু করে। বিশেষত পুরুলিয়া, বাঁকুড়ায় তাপমাত্রা দশের কাছাকাছি নেমেছিল। কলকাতাতেও ২০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গিয়েছিল। মাঝ নভেম্বরে বাংলার হাওয়ায় এমন পরিবর্তন শেষ কবে দেখা গিয়েছিল, মনে করতে পারছেন না। তবে এত আয়োজন করেও শীত কিন্তু এখনও বেশ খানিকটা দূরে। সপ্তাহের প্রথম দিন এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বলা হচ্ছে, পুরোপুরি শীতকাল আসতে আরও দেরি।
হাওয়া অফিস সূত্রে খবর, সকালে কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে, সেইসঙ্গে সামান্য ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা। সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া রাজ্যের সর্বত্র। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। রাজ্যের প্রায় সর্বত্রই সকালে ও রাতে শীতল আমেজ।