বাংলার আকাশে অশনি সঙ্কেত! আন্দামান সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। ফের বড়সড় রদবদলের ইঙ্গিত আবহাওয়ার। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছে এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন এই নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হওয়ার আশঙ্কা। ২২ অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। যার অভিমুখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস। ২৪ অক্টোবর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশে এই নিম্নচাপের আসার সম্ভাবনা।
বর্ষা বিদায় নিয়েছে বঙ্গ থেকে। বাতাসে হিমেল হাওয়ার পরশ। কিন্তু বৃষ্টি ‘কাঁটা’ থাকছে এখনও। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনার খবর শোনাল হাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাঁচ জেলা ভিজতে পারে বৃষ্টিতে। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।